সুনামগঞ্জে পূজামণ্ডপ পরিদর্শনে ডিসি এসপি
একে মিলন সুনামগঞ্জ থেকে :
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সুনামগঞ্জ জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া,জেলা পুলিশ সুপার মো. তোফায়েল আহম্মেদ, অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ রেজাউল করিম সহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিয়ে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন। সোমবার সন্ধ্যায় পৌর শহরের বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শনে
পূজার নিরাপত্তা ব্যবস্থা ও সার্বিক পরিবেশ পর্যবেক্ষণ করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন সুনামগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ মো. আবুল কালাম, ট্রাফিক ইন্সপেক্টর (প্রশাসন) মো. হানিফ মিয়া প্রমুখ। পরিদর্শনকালে জেলা প্রশাসক মণ্ডপে নিয়োজিত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী (পুলিশ, আনসার ও স্বেচ্ছাসেবক) সদস্যদের সঙ্গে কথা বলেন এবং তাদের দায়িত্ব পালনে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন। তিনি পূজামণ্ডপগুলোতে সিসি ক্যামেরা স্থাপন ও পর্যাপ্ত আলোর ব্যবস্থা দেখে সন্তোষ প্রকাশ করেন। জেলা প্রশাসক ও জেলা পুলিশ সুপার পূজার সঙ্গে যুক্ত কমিটি ও স্থানীয় জনপ্রতিনিধিদের সঙ্গেও আলোচনা করেন এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে শান্তিপূর্ণভাবে উৎসব উদযাপনের আহ্বান জানান। তিনি আশ্বস্ত করেন যে, পূজা নির্বিঘ্নে সম্পন্ন করার জন্য প্রশাসন সর্বাত্মক ব্যবস্থা নিয়েছে এবং কোনো ধরনের বিশৃঙ্খলা বা নাশকতা সৃষ্টির চেষ্টা করা হলে কঠোর হাতে দমন করা হবে।
Leave a Reply