শারদীয় দুর্গোৎসবে শুভেচ্ছা জানিয়েছেন আবুল মুনসুর শওকত
একে মিলনসুনামগঞ্জ থেকে :
সুনামগঞ্জ সদর – বিশ্বম্ভরপুর উপজেলা সংসদীয় এলাকার হিন্দু ধর্মাবলম্বীসহ দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন সাবেক ছাত্রনেতা,জাতীয়তাবাদী দল বিএনপি সুনামগঞ্জ জেলা আহবায়ক কমিটির অন্যতম সদস্য ও সুনামগঞ্জ ৪’ আসনে জাতীয়বাদী দল বিএনপির মনোনয়ন প্রত্যাশী আবুল মুনসুর শওকত। তিনি বলেন, “দুর্গাপূজা কেবল একটি ধর্মীয় উৎসব নয়, এটি আমাদের সাম্প্রদায়িক সম্প্রীতি ও ঐক্যের প্রতীক। এই উৎসবের মাধ্যমে সমাজে শান্তি, সহমর্মিতা ও ভ্রাতৃত্বের বন্ধন আরও সুদৃঢ় হোক—এই আমার প্রত্যাশা।” তিনি সকলের সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন।তিনি আরো বলেন, শুভেচ্ছা বার্তায় ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলকে এই উৎসবের আনন্দ সমানভাবে ভাগ করে নেওয়ার আহ্বান জানান।অশুভ শক্তির বিনাশ এবং সুন্দরের আরাধনাই এই উৎসবের মূল বার্তা।
Leave a Reply