একে মিলন সুনামগঞ্জ থেকে :
আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের প্রস্তুতি চলছে। সুনামগঞ্জ ৪ সংসদীয় এলাকা বিশ্বম্ভরপুর – সুনামগঞ্জ ভোটের মাঠে বিএনপির সম্ভাব্য প্রার্থী বিএনপি চেয়ারপারসনের আমৃত্যু জাতীয়বাদী দল বিএনপির উপদেষ্টা সাবেক হুইপ মরহুম অ্যাডভোকোট
ফজলুল হক আছপিয়ার সুযোগ্য পুত্র জেলা বিএনপির আহবায়ক কমিটির অন্যতম সদস্য,ব্যারিস্টার মোহাম্মদ আবিদুল হক আবিদ নির্বাচনী এলাকার বিভিন্ন ইউনিয়নে মাঠ চষে বেড়াচ্ছেন।
ভোটযুদ্ধের প্রস্তুতি নিচ্ছেন জাতীয়তাবাদী দল বিএনপি জেলা আহবায়ক কমিটির অন্যতম সদস্য ব্যারিস্টার মোহাম্মদ আবিদুল হক আবিদ। তিনি সাংগঠনিক ও সামাজিক কার্যক্রমে এলাকায় সময় দিচ্ছেন। ব্যারিস্টার আবিদ বলেন, ‘আমার নেতা’ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়ার ঘোষিত ৩১ দফা বাস্তবায়নসহ ভোটারের কাছে যাচ্ছি প্রতিনিয়ত।
এ সময় তিনি আরো বলেন, বিএনপির প্রতিটি কর্মসূচিতে ব্যাপক সাড়া পাচ্ছি। এলাকার আপামর জনগণ আমাকে অনেক ভালবাসেন, তাদের সুখে দুঃখে এলাকার পাশে থাকতে চাই।
Leave a Reply