স্টাফ রিপোর্টার:
কার্যক্রম নিষিদ্ধ বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় জাতীয় কমিটির সদস্য ও সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও সাবেক সাধারণ সম্পাদক নান্দনিক ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ব্যারিস্টার এনামুল কবীর ইমনকে (৫১) গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ।
শনিবার (৪ অক্টোবর) রাত আনুমানিক ১টার দিকে ডিবি সাইবার দক্ষিণ বিভাগ রাজধানীর ধানমণ্ডি ৭ নং রোড এলাকার এলিয়ান্স আইকন ভবনের ফ্লাট থেকে তাকে গ্রেপ্তার করে। ডিএমপি সূত্র জানায়, গ্রেপ্তার আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন। ব্যারিস্টার ইমন ২০১২ ইংরেজিতে সরকার মনোনীত জেলা পরিষদের প্রশাসক ছিলেন। ২০১৩ সালে তিনি জাতীয় নির্বাচনে দলীয় মনোনয়ন পেয়ে পদত্যাগপত্র জমা দেন। পরে আবার তাকে প্রশাসক নিয়োগ করা হয়। তিনি সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক এবং জেলা যুবলীগের সাবেক আহবায়ক হিসেবে দায়িত্ব পালন করেন দীর্ঘদিন।
Leave a Reply