হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী মুজিব শতবর্ষ উপলক্ষে দিরাই শাল্লাবাসীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় উপ কমিটির অন্যতম সাবেক সদস্য ও যুক্তরাজ্য জাতীয় শ্রমিকলীগের কার্যকরী সভাপতি জননেতা ডক্টর সামছুল হক চৌধুরী।
সোমবার ( ১৭ মার্চ ) এক শুভেচ্ছা বার্তায় ডক্টর সামছুল হক চৌধুরী শুভেচ্ছা জানিয়ে বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিব মানেই বাংলাদেশ। যার জন্ম নাহলে আমরা স্বাধীনতা পেতাম না, স্বাধীনতার সে মহান স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শততম জন্মবার্ষিকীতে শ্রদ্ধাভরে স্মরণ করছি এই মহান নেতা ও তার পরিবারের শহীদ সদস্যদের। মহান আল্লাহ রাব্বুল আলামিন যেনো উনাদের জান্নাতুল ফেরদাউস নসীব করেন।
সেই সাথে বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণে যিনি বাংলাদেশকে উন্নয়নের মহাসড়কে দুর্বার গতিতে এগিয়ে নিয়ে চলেছেন সেই বঙ্গবন্ধু কণ্যা প্রধাণমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করি।
তবে যেহেতু আমরা মুজিববর্ষ পালন করবো তাই সারা বছর জুড়ে তা পালনের সুযোগ থাকছে। আপাতত সর্বোচ্চ সতর্ক থাকার আহবান জানাচ্ছি। নিজে সচেতন থাকুন এবং অন্যকেও সচেতন রাখুন। সবাইকে মুজিববর্ষের শুভেচ্ছা।
Leave a Reply