স্টাফ রিপোর্টার: সুনামগঞ্জ সাংবাদিক ফোরামের সাথে সৌজন্য সাক্ষাত করলেন ইংল্যান্ডের বহুল প্রচারিত বাংলামিরর পত্রিকার সম্পাদক ও সুনামগঞ্জের কৃতি সন্তান আব্দুল করিম গণি। গতকাল রবিবার সন্ধায় পৌর বিপনীস্থ ফোরামের অস্থায়ী কার্যালয়ে সৌজন্য সাক্ষাত করেন। এ সময় উপস্থিত ছিলেন মোহনাটিভি’র জেলা প্রতিনিধি ও সুনামগঞ্জ সাংবাদিক ফোরামের সভাপতি কুলেন্দু শেখর দাস, ফোরামের সাধারন সম্পাদক, দৈনিক হাওরাঞ্চলের কথা’র সম্পাদক ও এসএ টিভি’র জেলা প্রতিনিধি মাহতাব উদ্দিন তালুকদার, দৈনিক সিলেটের ডাক’ পত্রিকার স্টাফ রিপোর্টার এনামুল হক রেনু, গ্লোবাল টিভি’র স্বত্বাধিকারী রিয়াজ আহমদ, সুনামগঞ্জ অনলাইন প্রেসক্লাবের সভাপতি ও নিউটাইমস২৪.কম এর সম্পাদক একে মিলন আহমেদ, সাধারন সম্পাদক ও বর্তমান সময়.কম এর সম্পাদক মো: আফজাল হোসেন, দোয়ারাবাজার উপজেলা প্রেসক্লাব সভাপতি এম এ করিম লিলু, দৈনিক হাওরাঞ্চলের কথা’র বার্তা সম্পাদক আলাউর রহমান, স্টাফ রিপোর্টার মিজানুর রহমান রুমান, আব্দুল বারিক, জেলা যুব শ্রমিকলীগের সহ-সভাপতি ও সাবেক ইউপি সদস্য আবু বকর সাগর প্রমুখ। এ সময় আব্দুল করিম গণি বলেন, সুনামগঞ্জের গণমাধ্যমকর্মীদের ঐক্যবদ্ধ হওয়া উচিৎ। জেলার বিভিন্ন উন্নয়নের স্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। পিছিয়ে পড়া হাওরাঞ্চলবাসীকে শক্তিশালী অবস্থানে নিয়ে আসতে গণমাধ্যমকর্মীদের ভূমিকা রাখতে হবে। আর সাংবাদিকতার প্রশিক্ষনের জন্য সিলেটে একটি প্রশিক্ষন সেন্টার স্থাপনের অভিমত প্রকাশ করেন।পরে বাংলা মিররের বার্ষিক ম্যাগাজিন উপহার দেন
Leave a Reply