বিশেষ প্রতিনিধিঃ
“একুশ আমার চেতনা, একুশ আমার অহংকার”
Save the Nature of Bangladesh সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি মোঃ ফাহিম রহমান ও সাধারণ সম্পাদক নজরুল ইসলাম সাগরের নেতৃত্বে অমর একুশে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহীদ দিবস উপলক্ষে সুনামগঞ্জ জেলা কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক প্রদান করেন।
এ সময় উপস্থিত ছিলো,Save the Nature of Bangladesh সুনামগঞ্জ জেলা শাখার সম্মানিত সদস্য ফয়সাল আহমেদ,সহ-সভাপতি সাকিব রহমান হৃদয়, সাকিল আহমেদ, ফাহাদ রানা, মেহেদী হাসান সানি
যুগ্ম-সাধারণ সম্পাদক রাশেদুল হাসান ইফতি।
এসময় আরো উপস্থিত ছিলেন সুনামগঞ্জ সদর যুবলীগের সহ-সভাপতি রুপন আহমদ,অলক,ফারহান,শিহাব,শাহান শাহ,সুমন,লিমন,সুহেল,আলিম,তামিম,
ইসহাক,নূর,জুসেফ,রুহিন,জুনায়েদ,দেবজিৎ,নাদভীর,আসাদুল্লাহ,রাহি,রবিউল সহ প্রমুখ।
Leave a Reply