বিশেষ প্রতিনিধিঃ আজকের তাজা খবরের ১৩তম প্রতিষ্ঠা বার্ষিকী সুনামগঞ্জে পালিত হয়েছে। সোমবার (১৬ মার্চ) রাত ৯টায় সুনামগঞ্জ জেলা সদরে পৌর বিপনী ২য় তলা পত্রিকার জেলা কার্যালয়ে কেক কাটার মধ্য দিয়ে শুরু হয় আলোচনা সভা।
তাজা খবরের জেলা প্রতিনিধি একে মিলন আহমেদের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন সুনামগঞ্জ সদর মডেল থানার অফিসার ইর্নচাজ মো. সহিদনুর, জেলা মুক্তিযোদ্ধা লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এডভোকেট আসাদ উল্লাহ, জেলা সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক জুবায়ের আহমেদ অপু, জেলা বঙ্গবন্ধু সৈনিকলীগের সভাপতি মেহেদী হাসান চৌধুরী রাসেল, সাধারণ সম্পাদক রিংকু চৌধুরী, সহ সভাপতি মাসুক আহমেদ, দৈনিক নয়া কাগজের জেলা প্রতিনিধি মো. উস্তার আলী, দৈনিক সোনালী খবরের জেলা প্রতিনিধি মো. ফরিদ মিয়া, সাংবাদিক আব্দুল বারিক, বঙ্গবন্ধু সৈনিকলীগের সাংগঠনিক সম্পাদক মিলন মিয়া, সার্চ মানবাধিকার সোসাইটি বাংলাদেশ সুনামগঞ্জ জেলা শাখার দপ্তর সম্পাদক শিপু পোদ্দার সহ অনেকেই উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, আজকের তাজা খবর পত্রিকাটি মফস্বলের সমস্যা ও সম্ভাবনার কথা তুলে ধরে। সরকারের উন্নয়নমুলক কর্মকান্ড তুলে ধরার পাশাপাশি অসহায় মানুষের পাশে থেকেও বিভিন্নভাবে সহায়তা করে দৃষ্টান্ত গড়েছে। প্রিন্ট প্রকাশনার সাথে সাথে তাজা খবর অনলাইনেও সক্রিয়। পত্রিকার সম্পাদক সহ সকল সংবাদকর্মীদের সবসময় সজাগ থাকার আহ্বান জানান বক্তারা।
Leave a Reply