1. nagorikit@gmail.com : admin :
  2. khoborbd.live@gmail.com : administrator :
মঙ্গলবার, ০৫ অগাস্ট ২০২৫, ০৬:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম
Adsense এ ব্যাংক একাউন্ট যোগ করে কিভাবে টাকা তুলবেন দেখে নিন। সুনামগঞ্জে অর্ধ-বার্ষিক বিচার বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত জামালগঞ্জে কতিপয় পুলিশ সদস্য কর্তৃক গ্রামবাসীকে হয়রানির প্রতিবাদে মানববন্ধন জুলাই শক্তিকে সঙ্গে নিয়ে এদেশকে পরিবর্তন করবো : নাহিদ ইসলাম উদ্বোধনের অপেক্ষায় অত্যাধুনিক সুনামগঞ্জ উপজেলা কমপ্লেক্স ভবন নিহতদের মধ্যে ১৭ জনই শিশু: ডা. সায়েদুর রহমান বঙ্গবন্ধুর শতর্বষ উপলক্ষে শ্রমিকলীগের উদ্যোগে আলোচনা সভা ও কেককাটা মুজিব শতবর্ষ বার্ষিকীতে অভিনন্দন জানান যুক্তরাজ্য প্রবাসী ড.সামছুল হক চৌধুরী সুনামগঞ্জে বঙ্গবন্ধু সৈনিকলীগের উদ্যোগে মুজিব শতবর্ষ পালন উত্তর শ্রীপুর ইউনিয়নে আওয়ামীলীগের উদ্যোগে মুজিব শতবর্ষ পালন মুজিব শতবর্ষে অভিনন্দন জানান নান্দনিক সুনামগঞ্জের রুপকার ব্যারিষ্টার এনামুল কবির ইমন

বিশিষ্ট সাংবাদিক মোহাম্মদ মাহতাব উদ্দিন তালুকদারের জন্মদিন আজ

  • আপডেট করা হয়েছে রবিবার, ৯ ফেব্রুয়ারী, ২০২০
  • ৭২ বার পড়া হয়েছে

আমার প্রিয় ব্যাক্তি সাংবাদিক মোহাম্মদ মাহতাব উদ্দিন তালুকদারের জন্মদিন আজ! Stvnewsbangla.com পরিবারের পক্ষ থেকে শুভেচ্ছা।

জন্মদিনে তিনি তার ব্যবহারিত ফেইসবুক পোষ্ট একটি লেখা দিয়েছেন যা আমরা নিম্নে তোলে ধরা হলো:

আলহামদুলিল্লাহ
আজ আমার জন্মদিন!
এই পৃথিবীতে এমনি একটি দিনে আমি এসেছিলাম,আজ সেই দিন।

কালের অথৈ গহ্ববরে নিমজ্জিত হওয়া বেশ কয়েক বছর আগের এমনি একটি দিনে আমি পৃথিবীর আলো বাতাস প্রথম স্পর্শ করি। নিশ্চয় সেই দিনের জন্ম ক্ষণে আমি গলা ফাটিয়ে কান্না করেছিলাম। এ সময় আমার মুখে কান্না ছাড়া আর কোন ভাষা ছিলোনা। ছলছল চোখে হয়ত দেখেছিলাম চারপাশটাকে আর অবাক দৃষ্টিতে সব কিছু পরখ করতে করতে আবার হয়ত কান্না, কান্নাই যে তখন একমাত্র ভাষা। অথচ তাঁরা কেউই প্রশ্ন করেনি আমার কান্নার পেছনে কি রহস্য প্রোতিত ছিলো !

আমি হয়ত সেদিন কেঁদেছিলাম এই ভেবে আমাকে যে পৃথিবীতে স্থানান্তর করা হলো তা আমার জন্য মোটেই বাস যোগ্য নয়, আমিতো আমার পূর্ববর্ত্তী স্থানেই ভালো ছিলাম। কোন অপরাধে আমাকে জোর করে তোমরা এই বীভৎস পৃথিবীতে ডেকে আনলে ? এই বিশাল প্রশ্নের ভার সইতে না পেরে হয়তো ক্লান্ত হয়ে পড়েছিলাম আর সবাই ভাবলো, আমি বুঝি ক্ষুধা !

সময়তো কোন সরকারী অফিসের টেবিলে ধূলোয় মোড়ানো কোন ফাইল নয় যে আটকে থাকবে তাইতো চলন্ত সময়ের সাথে তাল মিলিয়ে আমার ক্ষুদ্র শরীরটা বাড়তে শুরু করলো। শক্তি জমতে লাগলো আমার কোমরে আর তাই কোমরের উপর ভর করে শিখি কিভাবে বসতে হয়। ততক্ষণে হাত আর পা গুলো চঞ্চল হতে শিখে গেছে, শুধু বসে থেকেই ক্ষান্ত হয়নি সামনে যা পাই তাকেই আঁকড়ে ধরে দাঁড়াতে ইচ্ছে করে। হোচট খেতে খেতে হাঁটতে শেখা ! পড়ে গিয়ে কোথায় ব্যাথা পেলাম তা দেখার সময় নেই। ইস কিংবা উঁফ শব্দ দ্বয়ের কোন একটি দিয়ে তাদের দরদ প্রকাশ করে আবার আমাকে হাঁটতে তাড়া দেন। আমিও শিখে গেছি কিভাবে হাঁটতে হয় সেই সাথে ভুলে গেছি জন্মক্ষণের কান্নার অন্তরালের ইতিহাস।

আজ আমি বছর পেরিয়ে দীর্ঘ বছরে পা রাখলাম। আমি যখন আমার পেছনে তাকাই, তখন দিন, মাস, বছর পেরিয়ে চলে যাই সেই অতীতে যেখানে আমার শুরু। আমার মুখের ভাঙ্গা, ভাঙ্গা কথা আর একটু হাসিতে তৃপ্ত হত সবাই। আমাকে নিয়ে কতই না স্বপ্নের জন্ম হয়েছিল তখন! আজ শৈশব, কৈশর আর অনেকটা সময় পেছনে ফেলে যৌবনে আমি। জীবন চলার বাঁকে জন্মদিয়েছি কত রূপকথা। ছোট্ট একটা জীবনে কত ইতিহাসের সাক্ষী হয়ে আছি।

অনেকটাই বড় হয়ে গেছি। অনেক পথ পাড়ি দিয়েছি, অনেক কিছু দেখেছি, অনেকের সাথে পরিচিত হয়েছি, অনেকের সাথে অনেক রকম বন্ধনে আবদ্ধ হয়েছি, অনেক মজার সময় পার করেছি, অনেক কষ্টের সময়ও পার করেছি। হরেক রকম ঘটনার সাক্ষী হয়েছি, নিজে থেকে অংশগ্রহণও করেছি।

গত হওয়া সময়ের সাথে যোগ হচ্ছে আরো একটি বছর। সকলের কাছে সব ভুলের ক্ষমা চাচ্ছি। তারো আগে ক্ষমা প্রার্থনা করি মহান আল্লাহর কাছে । আজ ও আগামীর দিনগুলো সবাইকে নিয়ে ভাল থাকতে চাই। চাই সুন্দর কিছু মানুষদের সাথে ভালভাবে বেঁচে থাকতে। আমার জন্মদিনে সবার জন্য আমার তরফ থেকে অনেক অনেক অনেক শুভকামনা রইলো।শুভেচ্ছান্তেঃ (সম্পাদক ও প্রকাশক দৈনিক হাওরাঞ্চলের কথা,এস এ টিভি সুনামগঞ্জ জেলা প্রতিনিধি

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

Designed by: Nagorik It.Com