বিশেষ প্রতিনিধিঃ পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান এমপি বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের যে পরির্তন করেছেন তা সত্যি অকল্পনীয়। এই ১১বছরে কি পাননি বুকে হাত দিয়ে বলুন। বৃদ্ধ ভাতা, বিধবা ভাতা, মায়ের পুষ্ঠি ভাতাসহ শিক্ষার্থীরা বছরের শুরুতে নতুন বই পাচ্ছে। শিক্ষক, অফিসারদের বেতন বৃদ্ধিসহ নতুন গাড়ি পাচ্ছে। সড়ক নতুন দালান আর গ্রামে গ্রামে টিনের ঘড়ে বিদ্যুৎ এর আলোতে বসে শিক্ষার্থী পড়া শুনা করতে পারছে। বাংলাদেশেন উন্নয়ন চিত্র বলে শেষ করা যাবেনা। এই এসব উন্নয়ন গত ১১বছরে শেখ হাসিনার সময়ে হয়েছে।
তিনি আরো বলেন, সব কিছুর আগে শিক্ষার প্রয়োজন। তা না হলে আমাদের এই দুরদশার শেষ হবে না। শনিবার (২২ ফেব্রুয়ারী) দুপুরে সুনামগঞ্জের দিরাই পৌর শহরের নতুন বাগবাড়ি মাঠে দিরাই প্রবাসী উচ্চ বিদ্যালয়ের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, দিরাই প্রবাসী উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা আব্দুল আজিজ সরদার, দিরাই উপজেলা আওয়ামীলীগের সভাপতি আছাব উদ্দিন সরদার, দক্ষিন সুনামগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ফারুক আহমদ, দিরাই পৌরসভার মেয়র মোশারফ মিয়া,যুক্তরাজ্য জাতীয় শ্রমিকলীগের কার্যকরী সভাপতি জননেতা ড.সামছুল হক চৌধুরী, শাল্লা উপজেলা পরিষদের চেয়ারম্যান আল আমিন চৌধুরী প্রমুখ।
Leave a Reply