স্টাফ রিপোর্টার : সুনামগঞ্জের দিরাই পৌর সদরে ‘দিরাই শাল্লা কালচারাল এন্ড ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকে’ কর্তৃক পরিচালিত বিনামুল্যে কম্পিউটার প্রশিক্ষণের সনদ বিতরণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুর ১২ টায় প্রশিক্ষণ সেন্টারে বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় কমিটির বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপকমিটির সদস্য, যুক্তরাজ্যস্থ জাতীয় শ্রমিকলীগের কার্যকরী সভাপতি ও অত্র এসোসিয়েশনের সাবেক সভাপতি ড. সামছুল হক চৌধুরীর সভাপতিত্বে ও অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোশাহিদ আহমদের পরিচালনায় এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন যুক্তরাজ্যস্থ টাওয়ার হ্যামলেটস’র সাবেক মেয়র শিক্ষানুরাগী, সমাজসেবক আব্দুল আজিজ সরদার। স্বাগত বক্তব্য রাখেন এসোসিয়েশনের সাধারণ সম্পাদক আতিকুর রহমান রুবেল। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন যুক্তরাজ্যস্থ প্রবাসী কল্যাণ সমিতির সভাপতি ফয়সল চৌধুরী, প্রভাষক মিজানুর রহমান পারভেজ, ছাত্রনেতা সুমন শহীদ, মান্না তালুকদার লিমন, প্রশিক্ষক রতন সূত্রধর, জলি রানী দাস, শিপা বেগম, প্রশিক্ষণার্থী মিলি নন্দী, রায়হান চৌধুরী প্রমুখ
Leave a Reply